চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ৯ জনের দেহে করোনা শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে জেলায় করোনা শনাক্ত হলো ৭শ’ ৪৭ জন দেহে। নতুন শনাক্তদের মধ্যে ৬ জন সদর, ২ জন নাচোল ও ১ জন গোমস্তাপুর উপজেলার।
সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, রাজশাহী মেডিকেল কলেজ ল্যাব থেকে রবিবার বিকেলে ৬৭ জনের নমুনার প্রতিবেদন এসেছে। এই ৬৭ জনের মধ্যে ৯ জন শনাক্ত হন।
তিনি বলেন, এ পর্যন্ত জেলায় ৬২৩ জন সুস্থ ঘোষিত হয়েছেন। এছাড়া জেলায় এ পর্যন্ত মারা গেছেন ৩ নারীসহ ১৪ জন। সিভিল সার্জন আরো বলেন, জেলা থেকে এ পর্যন্ত ৬ হাজার ১৭৩টি ননুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে এখনো ১৫৩টি নমুনার ফল পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০৯-২০