ফুটবলার রুবেলকে গ্রামীণ ট্রাভেলস্ এর চেয়ারম্যান মোখলেসুর রহমানের আর্থিক সহায়তা

করোনা পরিস্থিতিতে বেকার হয়ে গিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে পিয়ন পদে চাকুরি করা চাঁপাইনবাবগঞ্জের কৃতি ফুটবলার সিনিয়র ডিভিশন লীগ খেলোয়ার রুবেলকে গ্রামীণ ট্রাভেলস্ অর্থ সহায়তা দেয়া হয়েছে।
শনিবার বিকেলে গ্রামীণ ট্রাভেলস’র কার্যালয়ে রুবেলের হাতে আর্থিক সহায়তা তুলে দেন গ্রামীণ ট্রাভেলস’র চেয়ারম্যান মোখলেসুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম শরিফ, জোসনারা অটো রাইস মিলের পরিচালক মাসুদ করিম, গ্রামীণ ট্রাভেলস’র ম্যানেজিং ডাইরেক্টর রাকিব উদ্দিন, জেনারেল ম্যানেজার আশাদুজ্জামান ছানা, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল জলিল, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও সাবেক ফুটবলার শাহনেওয়াজ দুলাল।
অর্থ সহায়তা প্রদানকালে জানানো হয়, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সিনিয়র ডিভিশন খেলোয়ার রুবেল করোনা পরিস্থিতিতে বেকার হয়ে পড়লে বাধ্য হয়ে একটি বেসরকারি ড্রাইভিং কার প্রশিক্ষণ অফিসে পিয়নের চাকুরী নেন। তাকে আমার প্রতিষ্ঠান গ্রামীণ ট্রাভেলস’র পক্ষ থেকে তার আগামী দিনে চলতে কষ্ট লাঘবের লক্ষে অর্থ সহায়তা দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-০৮-২০