চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে মাদক সেবন ও মাদকদ্রব্য ব্যবসার দায়ে তিনজনকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামের সাজ্জাদ আলীর ছেলে সেলিম (৪৫), সদর উপজেলার পৌর এলাকার নয়াগোলা এলাকার আ. কাইয়ুমের ছেলে
হযরত আলী (৩০) ও রামকৃষ্টপুর মহল্লার মৃত মহসিন আলীর ছেলে জামাল উদ্দিন (৪৫)।
এরমধ্যে ১ জনকে ১০ বোতল ফেন্সিডিলসহ অন্য ২ জনকে মাদকসেবনের দায়ে আটক করা হয়।
পৃথক দু’টি অভিযান পরিচালনা করা হয়। দু’ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ও রবিন মিয়া উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আনিছুর রহমান খান জানান, আটককৃতদের মধ্যে হযরত ও জামালকে মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদে জেল জরিমানা এবং এবং সেলিমকে মাদকের মামলা দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০৮-২০
মাদকবিরোধী অভিযানে কমলাকান্তপুর থেকে ৩ জন আটক