বাঙালির মুক্তির সনদ ৬ দফা বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালির মুক্তির সনদ ৬ দফা বিষয়ক কুইজ প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিযোগিতায় বিজয়ী ১০০ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ২ জনকে পুরস্কার প্রদান করা হয়। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নূরুল হক পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জের মাকসুদুর রহমান ও নুরুন্নাহার বিজয়ী হন। তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০৮-২০