চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতের বিনষ্টযোগ্য নথি পুড়িয়ে ধ্বংস
চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিনষ্টযোগ্য নথি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার সকালে আদালত প্রাঙ্গণে নথি পুড়িয়ে ধ্বংস করা হয়। এ-সময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী, সিনিয়র সহকারী জজ মাজহারুল ইসলাম, সহকারী জজ নিশিথ রঞ্জন বিশ্বাস, ঈশীতা শবনমসহ অন্যান্য বিচারক, জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা ভবসুন্দর পাল ও জজ আদালতের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রশাসনিক কর্মকর্তা ভবসুন্দর পাল জানান, অনেক পুরোনো ও অকার্যকর হওয়ায় এসব নথি ও রেকর্ডসমূহ আগুনে পোড়ানো হয়। এছাড়াও মামলার এসব নথি ও রেকর্ড ডিজিটাল আর্কাইভে সংযুক্ত হওয়ায় এসবের প্রয়োজন নেই বলে এসব পোড়ানো হলো।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১-০৮-২০