শিবগঞ্জে স্কাউটিং দলের মাঝে পোশাক বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কাব, গার্ল-ইন-কাব, স্কাউট ও গার্ল-ইন-স্কাউটিং দলের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে শিবগঞ্জ পৌরসভার এলজিএসপির অর্থায়নে উপজেলা স্কাউট ভবনে স্কাউটিং দলের মাঝে পোশাক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি সাকিব-আল-রাব্বির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামানসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
শিবগঞ্জ পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল ও মাদ্রাসায় ২৬৪টি পোশাক বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৮-২০