নামোরাজারামপুরের পঙ্গু রাজমিস্ত্রিকে হুইল চেয়ার দিলো গ্রামীণ ট্রাভেলস

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোরাজারাম্পুর ভাটপাড়ার নির্মাণ কাজ করতে দিয়ে দুর্ঘটনার শিকার হয়ে দীর্ঘদিন ধরে মানবেতন জীবন যাপন করার ওবায়দুর রহমানকে একটি হুইল চেয়ার ও আর্থিক অনুদান দেয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী প্রতিষ্ঠান গ্রামীণ ট্রাভেলস এই হুইল চেয়ার ও আর্থিক অনুদান প্রদান করে।
রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা বাস টার্মিণাল সংলগ্ন গ্রামীণ ট্রাভেলসের কার্যালয়ে হুইল চেয়ার প্রদান করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোখলেসুর রহমান। ওবায়দুরের বড় ভাই নোমান ও তার দুলাভাই শাহ জামালের উপস্থিতিতে তার মায়ের হাতে হুইল চেয়ার ও আর্থিক অনুদান প্রদান করা হয়।
উল্লেখ্য, ওবায়দুর রাজশাহী সিআরপি মেডিকেলে ভর্তি আছে প্রায় দুই মাস ধরে। ঢাকায় রাজমিস্ত্রির কাজ করা অবস্থায় সেই দুর্ঘটনার সম্মুখীন হয় সে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৮-২০