চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪নং ওয়ার্ডের শংকরবাটি পোল্লাডাঙ্গা স্কুল মাঠে ১৫ আগস্ট ও ২১ শে আগস্ট শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে আওয়ামী লীগ নেতা আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও গ্রামীণ ট্রাভেলস্ এর চেয়ারম্যান আলহাজ্ব মোখলেসুুর রহমান।
সভায় প্রধান বক্তা ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুুল হুদা অলক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদের সহ-সভাপতি আবদুল হামিদ রুনু, বঙ্গবন্ধু পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক মিথুুন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আকরাম আলী।
আলোচনা সভা শেষে শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১-০৮-২০
১৫ আগষ্ট শহীদদের স্মরণে ১৪নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া