জেলা প্রশাসন পালন করল বঙ্গবন্ধু পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী

চাঁপাইনবাবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক শহীদ শেখ কামালের ৭১তম জন্মদিবস উদযাপিত হয়েছে।
এ-উপলক্ষে বুধবার জেলা প্রশাসন আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। এ প্রান্তে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে সরাসরি সংযুক্ত ছিল।
ভিডিও কনফারেন্স শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম. তাজকির-উজ-জামান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. জাবেদ ইকবালসহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউস প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৮-২০