চাঁপাইনবাবগঞ্জে ৫ শ ছাড়াল করোনা শনাক্ত ॥ নতুন করে ২৬ জনের দেহে ধরা পড়েছে করোনা
চাঁপাইনবাবগঞ্জে বুধবার আরো ২৬ জনের দেহে ধরা পড়েছে করোনা ভাইরাস। এনিয়ে চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলায় মোট করোনা শনাক্তের পরিমাণ দাঁড়াল ৫১৮ জনে। এর আগে মঙ্গলবার রাতে চিকিৎসকসহ ৫ জনের দেহে করোনা শনাক্ত হয়।
চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, বুধবার রাতে মোট ৪১ জনের নমুনার বিপরীতে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে মর্মে প্রতিবেদন এসেছে। এর আগে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো ১৩ টি নমুনার বিপরীতে ৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্ত ৫ জনের মধ্যে ১ জন চিকিৎসক রয়েছেন। তারা সবাই নাচোলের বাসিন্দা ও নাচোলে কর্মরত।
এদিকে, এ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে মোট আক্রান্তের মধ্যে ২২৮ জন সুস্থ্য হয়েছেন। মারা গেছে ২ নারীসহ ৮ জন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৮-২০
চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, বুধবার রাতে মোট ৪১ জনের নমুনার বিপরীতে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে মর্মে প্রতিবেদন এসেছে। এর আগে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো ১৩ টি নমুনার বিপরীতে ৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্ত ৫ জনের মধ্যে ১ জন চিকিৎসক রয়েছেন। তারা সবাই নাচোলের বাসিন্দা ও নাচোলে কর্মরত।
এদিকে, এ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে মোট আক্রান্তের মধ্যে ২২৮ জন সুস্থ্য হয়েছেন। মারা গেছে ২ নারীসহ ৮ জন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৮-২০