চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে ২ হাজার ইয়াবাসহ ২জন আটক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিশাতলা রেলগেটে এলাকা থেকে ১ হাজার ৯শ’ ৫৫ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে র্যাব। আটককৃরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর নয়রশিয়া গ্রামের ইশার ছেলে জাকারিয়া (৩৭) ও একই উপজেলার মীরের চর পারকালিনগর গ্রামের ইসমাইল হকের ছেলে আব্দুল কাদির (২০)।
শনিবার বিকেলে র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর রাজশাহী সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল শিশাতলা রেলগেটের পশ্চিম পার্শ্বে অভিযান চালায়। অভিযানে ১ হাজার ৯৫৫ পিসসহ ইয়াবাসহ জাকারিয়া ও আব্দুল কাদিরকে আটক করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-০৮-২০
শনিবার বিকেলে র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর রাজশাহী সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল শিশাতলা রেলগেটের পশ্চিম পার্শ্বে অভিযান চালায়। অভিযানে ১ হাজার ৯৫৫ পিসসহ ইয়াবাসহ জাকারিয়া ও আব্দুল কাদিরকে আটক করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-০৮-২০