সাংবাদিকের স্টীকার লাগানো মটর সাইকেলে ফেন্ডিডিল!

রাজশাহীর রাজপাড়া থানার বিলসিমলা মহল্লার জালাল উদ্দীনের ছেলে মমিন (৫২)। যিনি পরিচিত মমিন সাংবাদিক। এই মমিন সাংবাদিকের মটর সাইকেলের তেলের ট্যাংকিতে অভিনব কায়দায় সেট করা ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জের গোয়েন্দা পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফেসবুক পেইজে জানানো হয়, রবিবার (২৩-০৮-২০) ভোরে চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশের একটি দল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর বাজার এলাকায় প্রেস স্টীকার ব্যবহার করা মটর সাইকেল থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর গোদাগাড়ি উপজেলার চাপাল দোতরাবোনা গ্রামের জয়নাল আবেদিন রনি (২২) ও আবু সুফিয়ান স্বপন (২৫) এবং রাজশাহীর বোয়ালিয়া থানার হোসনিগঞ্জ এলাকার সুজন শেখ (৪২) কে আটক করে। মটর সাইকেলে তেলের ট্যাংকিতে অভিনব কায়দায় ফেন্সিডিলগুলো সেট করা ছিল।
তিনজনকে আটকের পর প্রেস স্টীকার লাগানো মটর সাইকেলের মালিকের অনুসন্ধানে বেরিয়ে আসে। তিনি সাংবাদিক। তিনিও চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করছেন। প্রথমে আটক তিনজনের তথ্য মতে মটর সাইকেলের মালিক মমিন সাংবাদিককেও আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, সাংবাদিক পরিচয় দিয়ে সুকৌশলে চাঁপাইনবাবগঞ্জ থেকে ফেন্সিডিল নিয়ে গিয়ে রাজশাহীতে বিক্রি করা হতো।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৮-২০