শিবগঞ্জের রশিকনগরে মটরসাইকেল থেকে ছিটকে পড়ে একজন নিহত

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কের রশিকনগর মোড়ে মঙ্গলবার সকালে মোটর সাইকেলের পিছনে বসা একজন মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে  মৃত্যু হয় এবং সেই সাথে মোটর সাইকেল চালক আহত হয়।
নিহত মোটর সাইকেল আরোহী জেলার শিবগঞ্জ উপজেলার হাজারবিঘী গ্রামের জিল্লার রহমানের ছেলে ইউসুফ আলী(৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়,মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মোটর সাইকেল আরোহী ইউসুফ চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে যাবার সময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রশিকনগর মোড়ে হঠাৎ ব্রেক করলে মোটর সাইকেলে পিছনে বসা  ইউসুফ রোডে ছিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যায় এবং সেই সাথে মোটর সাইকেল চালকও আহত হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ নিহতের পিতার কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৭-২০