নবাব বিস্কুট ও এফএনএফ-এ র্যাবের অভিযান > ৬৫ হাজার টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জ শহরের বেকারী খাদ্য উৎপাদন প্রতিষ্ঠান নবাব বিস্কুট ফ্যাক্টরি ও এফএনএফ বেকারীতে অভিযান চালিয়েছে র্যাব। অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরীর দায়ে এই দু’ প্রতিষ্ঠানে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব-৫, রাজশাহীর সহকারী পরিচালক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ও রুহুল ইসলামসহ র্যাবের একটি দল নবাব বিস্কুট ফ্যাক্টরি ও এফএনএফ বেকারীতে অভিযান চালায়। এসময় দু’ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে নবাব বিস্কুট ফ্যাক্টরিকে ৩৫ হাজার টাকা এবং এফএনএফ বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই অর্থদন্ড করা হয়।
এ সময় সাত হাজার প্যাকেট বিস্কুট, চার হাজার পিচ ব্রেড, পঁচা ডিম এক হাজার পিচ, মিষ্টি চার হাজার প্যাকেট, কেক তিন হাজার প্যাকেট এবং বিভিন্ন ধরনের রং-২০ বোতল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৭-২০
র্যাব-৫, রাজশাহীর সহকারী পরিচালক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ও রুহুল ইসলামসহ র্যাবের একটি দল নবাব বিস্কুট ফ্যাক্টরি ও এফএনএফ বেকারীতে অভিযান চালায়। এসময় দু’ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে নবাব বিস্কুট ফ্যাক্টরিকে ৩৫ হাজার টাকা এবং এফএনএফ বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই অর্থদন্ড করা হয়।
এ সময় সাত হাজার প্যাকেট বিস্কুট, চার হাজার পিচ ব্রেড, পঁচা ডিম এক হাজার পিচ, মিষ্টি চার হাজার প্যাকেট, কেক তিন হাজার প্যাকেট এবং বিভিন্ন ধরনের রং-২০ বোতল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৭-২০