মাস্ক না পড়ায় জরিমানা > চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণের মাত্রা বাড়ায় মাঠে নামলো প্রশাসন

হটাৎকরে গেল ৪ দিনে চাঁপাইনবাবগঞ্জে করোনা পরীক্ষায় শনাক্ত ব্যক্তির সংখ্যা উদ্বেগজনক হারে দেখা দেয়ায় মাঠে নেমেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা করোনা প্রতিরোধ কমিটির ১৪ তম সভায় নেয়া সিদ্ধান্তের আলোকে শুক্রবার জেলা শহরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। অভিযানে ৫ জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন কর ও এসএম আশিস মোমতাজ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শুক্রবার জেলা শহরের বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে সড়ক পরিবহন আইনে একজনকে ১ হাজার টাকা ও অপরজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এদিকে মাস্ক না পড়ে বাইরে ঘোরাঘুরি করার দায়ে তিনজনকে জরিমানা করা হয়। দুজনকে ৫০০ টাকা করে এবং একজনকে ২০০ টাকা জরিমানা করা হয়।
এদিকে, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, সংক্রমণের হার বাড়তে থাকায় মানুষের স্বাস্থ্য বিধি অনুসরণের বিকল্প নেই। স্বাস্থ্য বিধি অনুসরণে প্রশাসনের তদারকি অভিযান অব্যাহত রাখা উচিত বলে মনে করেন তারা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০৭-২০

,