বাগডাঙ্গা থেকে এককেজি দু’শ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে র্যাব
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা এলাকা থেকে ১ কেজি ১শ’ ৯৫ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুর মধ্যপাড়া’র মহসীন আলী ছেলে আফসার আলী (৩৫)।
র্যাব জানায়, বাগডাঙ্গা শুকনাপাড়া এলাকার একটি আমবাগানে মাদকের বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল রবিবার দুপুরে অভিযান চালায়। এসময় আফসারকে হোরোইনসহ হাতেনাতে আটক করা হয়। র্যাবের দাবি, আফসার দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সঙ্গে জড়িত। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৭-২০
র্যাব জানায়, বাগডাঙ্গা শুকনাপাড়া এলাকার একটি আমবাগানে মাদকের বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল রবিবার দুপুরে অভিযান চালায়। এসময় আফসারকে হোরোইনসহ হাতেনাতে আটক করা হয়। র্যাবের দাবি, আফসার দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সঙ্গে জড়িত। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৭-২০