শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু >অপর এক বন্ধু নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে ইসান খান (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ইসান শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের সেলিমাবাদ খানপাড়া গ্রামের সুমন খানের ছেলে ও কানসাট স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। এ সময় তার অপর এক বন্ধু একই এলাকার  শহিদুলের ছেলে সামিউল (১৩) এখনও নিখোঁজ রয়েছে।
স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় রাজশাহী  থেকে আগত ডুবুরিদল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।
শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, শনিবার বেলা দেড়টার দিকে ইসান ও তার ৩-৪ জন বন্ধু পাগলা নদীর কালুপুর ঘাটে গোসল করতে নামে। এর এক পর্যায়ে ইসান ডুবে যায়। একই সময় তাদের অপর বন্ধুকেও তারা দেখতে না পেলে চিৎকার আরম্ভ করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে ৩ ঘন্টা চেষ্টার পর ইসানকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, পরিবারের অনুরোধে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে নিখোঁজ সামিউলের খোঁজে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি শামসুল আলম শাহ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৭-২০

,