চাঁপাইনবাবগঞ্জে আরো ৬ জনের দেহে ধরা পড়েছে করোনা > রয়েছেন দু’ ব্যাংক কর্মকর্তাও

২০ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জে প্রথম একজনের দেহে করোনা ভাইরাস ধরা পড়ার পর মাঝখানে করোনা আক্রান্ত কম হলেও আবারও বেড়েছে করোনা সংক্রান্তের হার। চাঁপাইনবাবগঞ্জে সন্তোষজনক সুস্থতার হারে গত ৯ জুন, ২০২০ করোনা সনাক্ত রোগীর সংখ্যা মাত্র ১৬ তে নেমে আসার পরের দিন ১০ জুন, ২০২০ একলাফে করোনা ধরা পড়ে ২০ জনের দেহে। সর্বশেষ বুধবার (১৭ জুন,২০২০) আরো ৬ জনের দেহে ধরা পড়েছে করোনা ভাইরাস। এদের মধ্যে রয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ সদরে ২ জন, শিবগঞ্জে ১ জন, গোমস্তাপুরে ২ জন ও ভোলাহাটে ১ জন।
চাঁপাইনাববগঞ্জের সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, ঢাকার সাভারের জাতীয় প্রাণীসম্পদ গবেষণা ইনিষ্টিটিউটে স্থাপিত পিসিআর ল্যাব  থেকে বুধবার ১৭৪টি নমূনার ফলাফল পাওয়া গেছে। এতে ৬ জনের দেহে করোনা পজিটিভ প্রতিবেদন এসেছে।
তিনি বলেন, ‘এনিয়ে জেলায় মোট করোনা সংনাক্তের সংখ্যা দাঁড়ালো ৮৬ জনে। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ২৯ জন, শিবগঞ্জে ১৫ জন, গোমস্তাপুরে ১৯ জন, নাচোলে ১২ জন ও ভোলাহাটের ১১ জন রয়েছেন’।
তিনি বলেন, ‘আক্রান্ত মোট ৮৬ জনের মধ্যে এ পর্যন্ত ৪৭ জনকে সুস্থ হয়েছেন। সুস্থদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ২৪ জন, শিবগঞ্জে ৭ জন, গোমস্তাপুরে ৫ জন, নাচোলে ৭ জন ও ভোলাহাটে ৪ জন রয়েছেন’।
তিনি আরো বলেন, ‘আরও কয়েকজন রয়েছেন সুস্থ ঘোষণার পথে’।
সিভিল সার্জন জানান, মোট আক্রান্ত ৮৬ জনের মধ্যে ৪৭ জন সুস্থ হওয়ায় বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের করোনা সনাক্ত রোগী রয়েছে ৩৯ জন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ৫ জন, শিবগঞ্জে ৮ জন, গোমস্তাপুরে ১৪ জন, নাচোলে ৫ জন ও ভোলাহাটের ৭ জন  রোগী চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, জেলায় এ পর্যন্ত শনাক্তদের বেশিরভাগই ‘উপসর্গহীন’।
এদিকে সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, করোনা সন্দেহে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাবে পাঠানো ১৩৭টি নমূনার ফল এখনও আসেনি।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৬-২০

,