শিবগঞ্জের দুর্লোভপুরের আমবাগান থেকে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে র‌্যাব

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চল্লিশ রশিয়া সাকিনস্থা এলাকা থেকে বিদেশী পিস্তলসহ একজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে শিবগঞ্জ উপজেলার দুর্লোভপুরের আয়নাল হকের ছেলে বশির আহম্মেদ (২৮)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার, ২৩ জুন র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমল হোসেন এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার চল্লিশ রশিয়া সাকিন কমিউনিটি ক্লিনিকের দক্ষিণপাশে অভিযান চালায়। এসময় স্থানীয় একটি আমবাগানের ভিতর বশিরের উপস্থিতি উপস্থিতি ও গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব তাকে চ্যালেঞ্জ করে এবং আটক করে। পরে তার কাছ থেকে অস্ত্র ও মাগাজিন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৬-২০

,