শিবগঞ্জে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে করোনার উপসর্গ নিয়ে এক ব্যবসায়ী বাদল ওরফে ভিখু (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত বাদল ওরফে ভিখু জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের হুরিপাড়া রসিকনগর গ্রামের মৃত মঞ্জুর আলীর ছেলে।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, বুধবার রাত ৮টার দিকে বাদল ওরফে ভিখু গায়ে জ্বর, শুকনো কাশি ও গলাব্যথা নিয়ে সদর হাসপাতালে এলে ভর্তি প্রক্রিয়ার সময়ই সে মারা যায়। পরে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়।
সিভিল সার্জন মৃত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে আরো জানান, ঈদের পর বাদল ঢাকা ও নারায়নগঞ্জে হরেক মালের ব্যবসা করতে যায়। এক সপ্তাহ আগে সে জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের রসিকনগর গ্রামের বাড়িতে আসে। আসার পর থেকেই সে করোনার এসব উপসর্গে ভুগছিল কিন্তু কাউকে বলেনি। এদিকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি জানান, মৃতের স্বাস্থ্যবিধি মেনে রাতে দাফন করা হয়েছে। তিনি আরো জানান, বৃহস্পতিবার মৃতের পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৬-২০