শিবগঞ্জের এক কিশোরীর দেহে ধরা পড়ল করোনা ভাইরাস ॥ জেলায় মোট আক্রান্ত ৫৭

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ২০ বছর বয়স্ক এক কিশোরীর দেহে শনিবার করোনা ভাইরাস ধরা পড়েছে। এনিয়ে জেলার মোট ৫৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী শনিবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেন।
সিভিল সার্জন জানান, ঢাকা শের-ই-বাংলাা নগর ন্যাশনাল ইনিষ্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার (এনআইএলএম) থেকে চাঁপাইনবাবগঞ্জের ১৬০টি নমূনার ফল জানানো হয়। এতে ১৫৯টি নেগেটিভ ও ১টি পজিটিভ হয়েছে। পজেটিভ রির্পোট আসাজনের নির্দিষ্ট এলাকা জানা যায়নি। তবে তার নাম বৃষ্টি। বয়স ২০। উপজেলা শিবগঞ্জ।
সিভিল সার্জন জানান, গত ২ জুন মোট ১৬০ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছিল।
এদিকে, শনিবার পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ থেকে করোনা পরীক্ষার জন্য রাজশাহী ও ঢাকায় নমূনা পাঠানো হয়েছে ২ হাজার ২০২টি । এর মধ্যে ফল পাওয়া গেছে ১ হাজার ৯৫৬ টি। এর মধ্যে পজিটিভ ফল এসেছে ৫৭টি। নেগেটিভ ফল এসেছে ১ হাজার ৮৯৯টি। এখনও ফল আসেনি ২৪৬টি নমূণার।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ১৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৬-২০



,