অসামাজিক কার্যকলাপে জড়িত থাকাসহ বিভিন্ন অপরাধে গোমস্তাপুরে ২৩ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধসহ বিভিন্ন মামলার অভিযুক্ত আসামী মিলিয়ে মোট ২৩ জনকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে তাদের আটক করা হয়।
গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, গত শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার অভিযুক্ত ২৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে নিয়মিত মামলায় ১১ জন, গ্রেপ্তারি পরোয়ানায় ২ জন, অসামাজিক কার্যকলাপে জড়িত ৭ জন মহিলা ও ২ জন পুরুষ এবং অন্যান্য একজন রয়েছে।
আটককৃতদের শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে এসআই কামরুজ্জামান জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০৬-২০

,