করোনা মোকাবেলায় মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের দাবিতে মানববন্ধন

করোনা ভাইরাস মোকাবেলায় রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে উত্তীর্ণ মেডিক্যাল টেকনোলজিস্টদের নিয়োগের দাবিতে রবিবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের সরকারি কলেজ মোড়স্থ মুজিব চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা অনুষদের মেডিক্যাল টেকনোলজিস্টরা এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করে। প্রায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচিতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানের মেডিক্যাল টেকনোলজিস্টরা অংশ নেন। এসময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, মেডিক্যাল টেকনোলজিস্ট আব্দুস সামাদ, তৌহিদুল ইসলাম, মানিক উদ্দীন, শামসুন্নাহার টুম্পা, জোহরুল ইসলাম।
বক্তারা, ডব্লিউএইচও’র নীতিতে একজন চিকিৎসকের বিপরীতে ৫ জন মেডিক্যাল টেনোলজিস্ট নিয়োগ ও অবৈধভাবে নিয়োগ ১৮৩ জনের নিয়োগ বাতিলসহ তাদের ৪ দফা বাস্তবায়নের দাবি জানান।
করোনাকালে বেকার বসে থাকা মেডিক্যাল টেকনোলজিস্টদের দিয়ে সন্দেহজনক রোগীদের নমুনা সংগ্রহ কাজে নিয়োগ করারও দাবি জানানো হয় সমাবেশ থেকে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০৬-২০