শিবগঞ্জে আরও একজনের করোনা শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আরো একজনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এই নিয়ে চাঁপাইনবাবগঞ্জে মোট ১৬ জন করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলায় এখন পর্যন্ত ৮৯১ জনের নমুনা সংগ্রহ করে র‌্যাবে পাঠানো হয়। তাদের মধ্যে ৪৯৮ জনের রেজাল্টা পাওয়া গেছে। এর মধ্যে সোমবার রাত ১১ টায় ৬১ জনের রেজাল্ট সিভিল সার্জন অফিসে আসে। এই ৬১ জনের মধ্যে জেলার শিবগঞ্জ উপজেলার এক শিশু পজিটিভ বলে জানা গেছে। শিশুটি জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।
 অন্যদিকে ৪৯৮ জনের রিপোর্ট এখনও পাওয়া যায়নি। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী সোমবার রাতে এই তথ্য নিশ্চিত করে

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৫-২০

,