নাচোলের আক্রান্ত শিশুর দাদীর দেহে করোনা সনাক্ত > জেলায় মোট আক্রান্ত ১৫

গত ২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো একজনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ল ১৫ জনে। নতুন করে আক্রান্তজন হচ্ছেন, নাচোল উপজেলার নাচোল থানাপাড়ার মহিলা। তিনি বৃহস্পতিবার করোনায় আক্রান্ত শিশুর দাদী।
চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্র জানায়, শুক্রবার রাতে আসা নতুন প্রতিবেদনে একজনের দেহে করোনা ভাইরাস সনাক্তের তথ্য আসে। ওই তথ্যানুযায়ী আক্রান্তজন হচ্ছেন ৫৫ বছর বয়স্ক এক মহিলা। নাচোল থানাপাড়ার ওই মহিলা পরিবার পরিকল্পনা বিভাগের চাকরী করেন। এরআগে বৃহস্পতিবার তার পরিবারের এক শিশু সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়।
ওই সূত্র জানায়, আক্রান্ত শিশুর পিতা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের বাইলোরজি বিভাগের টেকনোলজিস্ট। সেখানে করোনার নমুনা সংগ্রহকালে তিনি সংক্রমিত হয়ে পরে তা পরিবারের সদস্যাদের মাঝে ছড়িয়ে পাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর চাঁপাইনবাবগঞ্জে ১৫ জনের দেহে ধরা পড়ে এই প্রাণঘাতি ভাইরাস।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-০৫-২০

, ,