আম কুড়াতে গিয়ে বজ্রপাতে আম ব্যবসায়ী নিহত


চাঁপাইনবাগঞ্জে ঝড়ে আম কুড়াতে গিয়ে সাদেকুল ইসলাম (৬৭) নামে এক আম ব্যবসায়ী নিহত হয়েছে।
সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বড় মরা পাগলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। 
প্রত্যাক্ষদর্শীদের বরাত দিয়ে সদর মডেল থানার ওসি জিয়াউর রহমান জানান, বিকেলে হঠাৎ করে ঝড় শুরু হয়। এসময় নিজ বাড়ীর পেছনের একটি বাগানে আম কুড়াতে যান সাদেকুল ইসলাম। এসময় হঠাৎ করে বজ্রপাত ঘটলে নিহত হন সাদেকুল ইসলাম। এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ জানান, বজ্রপাতে একজন ব্যবসায়ী নিহতের খবর পাওয়া গেছে। নিহতের পরিবারকে আর্থিক অনুদান দেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০৫-২০