গাবতলা মোড়ে কম্পিউটারের শো-রুমে অগ্নিকান্ড
চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন গাবতলা মোড় এলাকায় কম্পিউটারের শো-রুম আর.এস টেকনোলজি’তে অগ্নিকান্ডে ৫লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসকে খবর দেয়ার পর তারা প্রায় আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস জানায়।
এদিকে আর.এস টেকনোলজি’র মালিক শহীদুল্লাহ রাসেল জানান, অগ্নিকান্ডের ফলে তার দোকানের বেশ কিছু ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টারসহ যন্ত্রপাতির ক্ষতি হয়েছে। যার পরিমাণ প্রায় ৫লাখ টাকা। তিনি ঋণ নিয়ে এই ব্যবসা চালিয়ে আসছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৫-২০
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসকে খবর দেয়ার পর তারা প্রায় আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস জানায়।
এদিকে আর.এস টেকনোলজি’র মালিক শহীদুল্লাহ রাসেল জানান, অগ্নিকান্ডের ফলে তার দোকানের বেশ কিছু ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টারসহ যন্ত্রপাতির ক্ষতি হয়েছে। যার পরিমাণ প্রায় ৫লাখ টাকা। তিনি ঋণ নিয়ে এই ব্যবসা চালিয়ে আসছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৫-২০