করোনা পরিস্থিতিতে সীমান্ত এলাকায় বিজিবি’র ত্রাণ বিতরণ
‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’র সহায়তায় করোনা সংকটময় সময়ে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকার কর্মহীন, গরিব, অসহায় ২ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি।
শনিবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে ৩য় ধাপে ৩টি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ৩০৩টি খাদ্য সংকটে পড়া পরিবারের মাঝে খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৫৯ বিজিবির অধীনস্থ চাঁনশিকারী কোম্পানীর কোম্পানী কমান্ডার, ভোলাহাট ও চামুচা বিওপির বিওপি কমান্ডারগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জনপ্রতিনিধিগণ। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো, চাল, ডাল, তৈল, লবন, আটা, সুজি ও বিস্কুট। এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি ৫৯ বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়। উল্লেখ্য, মঙ্গলবার ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের উদ্যোগে ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে কর্মহীন, গরিব, অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০৫-২০
শনিবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে ৩য় ধাপে ৩টি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ৩০৩টি খাদ্য সংকটে পড়া পরিবারের মাঝে খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৫৯ বিজিবির অধীনস্থ চাঁনশিকারী কোম্পানীর কোম্পানী কমান্ডার, ভোলাহাট ও চামুচা বিওপির বিওপি কমান্ডারগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জনপ্রতিনিধিগণ। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো, চাল, ডাল, তৈল, লবন, আটা, সুজি ও বিস্কুট। এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি ৫৯ বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়। উল্লেখ্য, মঙ্গলবার ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের উদ্যোগে ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে কর্মহীন, গরিব, অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০৫-২০