করোনা আক্রান্তদের পাশে প্রশাসন ॥ পৌছে দেয়া হলো রঙ্গিন ফলমূল ও নগদ টাকা

প্রথমে ১ জন, পরে আরো ১জন, এরপর একদিনেই ৯ জন। এইভাবে চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাসের বিস্তারের মুখে প্রশাসন পাশে দাঁড়িয়েছে করোনায় আক্রান্তদের। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৭ জনের পরিবারে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শনিবার বিকেল থেকে রাত ৮ পর্যন্ত সদর উপজেলার মহারাজপুরের কবিরাজপাড়া, রানীহাটির সুন্দরপুর মাদ্রাসা মোড, গোবরাতলার ঘুঘুডিমা, ঝিলিমের আমনুরা ধীনগর ও চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার টিকরামপুর ও চরমোহনপুরে করোন সনাক্ত ৭ জনের বাড়িতে খাদ্যসামগ্রী প্রদান করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন স্বাস্থ্য বিধি অনুসরণ করে খাদ্যসামগ্রী পৌছে দেন। এসময় সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন জানান, রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে রঙ্গিণ ফলের সুদৃশ্য ডালা প্রদান করা হয়। একই সঙ্গে সহায়তার হিসেবে ৫ হাজার টাকাও প্রদান করা হয়।
তিনি জানান, করোনা সনাক্ত হওয়া ব্যক্তিরা এখন পর্যন্ত শারীরিকভাবে ভাল আছেন।



চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০৫-২০