এবার চাঁপাইনবাবগঞ্জ থেকে সাংবাদিকসহ ২৫০ জনের করোনা পরীক্ষা জন্য নমুনা পাঠানো হলো

চাঁপাইনবাবগঞ্জ থেকে করোনা পরীক্ষার জন্য আরো ২৫০ জনের নমুনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগে পাঠানো হয়েছে। এরমধ্যে সাংবাদিকসহ পুলিশ সদস্য, স্বাস্থ্য কর্মী ও ইতোমধ্যে করোনা ভাইরাসে আক্রান্তদের আত্মীয় স্বজন রয়েছেন। শনিবার  সিভিল সার্জন অফিস এই নমুনাসমূহ পাঠায়।
চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, গত ৭ এপ্রিল থেকে (২৩ মে) পর্যন্ত পর্যায়ক্রমে ১ হাজার ৮ শ জনের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৪ শ জনের পরীক্ষা রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ৪৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এই ৪৬ জনের মধ্যে ২ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। শনাক্তদের মধ্যে ঈদের পর আরো ১৩জনকে ছাড়পত্র দেয়া হবে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট পেন্ডিং রয়েছে ৪শ জনের। তিনি বলেন, সংক্রমিতরা বতর্মানে সবাই ভালো রয়েছে। তাদের মধ্যে কোনো উপসর্গ নেই। তাদেরকে চিকিসা দেয়া হচ্ছে।
সিভিল সার্জন আরো জানান, বতর্মানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে সদরে রয়েছে ২, শিবগঞ্জে ১, গোমস্তাপুরে ৩, নাচোলে ২ ও ভোলাহাট উপজেলায় ১ জন। অপর দিকে জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৩ হাজার ১৮২ জন।
স্বাস্থ্য বিধিসহ করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে চলার জন্য তিনি জেলাবাসীর প্রতি আহ্বান জানান।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৫-২০