বটতলাহাটে ব্যক্তি উদ্যোগে ৮ শ পরিবারকে দেয়া হলো খাদ্য সামগ্রী

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বটতলা হাট এলাকায় ব্যক্তি উদ্যোগে করোনাকালে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন উপস্থিত থেকে খাদ্য সামগ্রীগুলো বিতরণ করেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন, অগ্রণী ব্যাংকের এজিএম আক্তারুল হক, শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজের সিনিয়র রিজিওনাল ম্যানেজার শতকত আনোয়ার চৌধুরী, ও ফারুক এন্ড সন্সের মালিক ফারুক হোসেন।
 চাঁপাইনবাবগঞ্জ শহরের ব্যবসা প্রতিষ্ঠান ফারুক এন্ড সন্সের উদ্যোগে মোট ৮০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী গুলো বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীগুলোর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন জানান, করোনার এই ক্রান্তিকালে সরকারিভাবে ব্যাপক ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে। এর পাশাপাশি ব্যক্তি উদ্যোগে যেসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে সেগুলোকে প্রশাসনের পক্ষ থেকে উৎসাহ প্রদান করা হচ্ছে এবং ত্রাণ প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানানো হচ্ছে। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৫-২০