রাত পোহালেই করোনাকালের ঈদ ॥ মসজিদে মসজিদে হবে নামাজ আদায়

রাত পোহালেই দেশে উদযাপিত হবে ঈদুল ফিতর। তবে বিশ্বমহামারি হিসেবে দেখা দেয়া প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে এবার মানুষের মাঝে নেই ঈদ আনন্দ। ভিন্ন প্রেক্ষাপটে আসা এবছরের ঈদকে ঘিরের মানুষের মাঝে করোনা ছড়ার শংকা ও টানা লকডাউন এবং মানুষের কর্মহীনতার কারণে অনেকটাই ম্লান হয়েছে ঈদ উৎসব।
এবারের ঈদুল ফিতরের নামাজ আদায় হবে ঈদগাহ ও খোলা যায়গার পরিবর্তে মসজিদে মসজিদে। চাঁপাইনবাবগঞ্জের মসজিদগুলোয় এবার একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সূত্র জানিয়েছে, প্রধানত অনেক মসজিদে সকাল পৌনে আটটা, সাড়ে আটটা, পৌনে নয়টায় ঈদের জামাতগুলো অনুষ্ঠিত হবে।
ঈদের জামাতগুলো অনুষ্ঠিত হবে সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৫-২০