চাঁপাইনবাবগঞ্জের চাকরীজীবি ও উচ্চ শিক্ষার্থীরা করোনাকালে কর্মহীনদের দিলো খাদ্য সামগ্রী

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার সন্তান দেশের বিবিন্ন প্রতিষ্ঠানে প্রকৌশলীসহ বিভিন্ন পেশায় কর্মরত ব্যক্তি ও উচ্চতর শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন চাঁপাই এড বাংলাদেশ এর উদ্যোগে করোনা ভাইরাস সংকটময় সময়ে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে প্রোটিন সমৃদ্ধ ব্যতিক্রমী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে ব্যতিক্রমী খাদ্য মুরগী, দুধ ও ডিম বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সি.এ বাংলাদেশ এর পক্ষে বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী মো. গোলাম আরিফ ও জাহিদুর রহমান আবির।
এসময় পৌর এলাকার ১০০ জন নারী-পুরুষের হাতে প্রেটিনযুক্ত খাদ্য সামগ্রী ১টি মুরগী, ১ কেজি দুধ, ২ হালি ডিম তুলে দেয়া হয়। অতিথিগন প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সতর্ক অবস্থানে থেকে সরকারী বিধি নিষেধগুলো মেনে চলার অনুরোধ জানান।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৫-২০