চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় নতুন করে ১৫৬ জন হোম কোয়ারেন্টাইনে

করোনা প্রতিরোধের সতর্কতা হিসেবে গেল ক’দিন হোম কোয়ারেন্টাইনে রাখার সংখ্যা বেড়েছে চলেছে।  গত ২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জে ১৫৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এনিয়ে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১১৬৩ জন।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, আগে জেলায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন ১০০৭ জন। নতুন করে ২৪ ঘন্টায় যুক্ত হন আরো ১৫৬ জন। এনিয়ে মোট হোম কোয়ারেন্টাইনে রাখার সংখ্যা দাঁড়ালো ১১৬৩ জনে। নতুন করে হোম কোয়ারেন্টাইনে রাখাদের সিংহভাগই ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে চাঁপাইনবাবগঞ্জে আসা। এদিকে, গত ২৪ ঘন্টায় ১ জনকে  প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে বর্তমানে রয়েছেন মোট ১৮ জন।

এদিকে, গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় ৯ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এই নিয়ে মোট ৯৬৪ জনকে হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়।

তবে, চাঁপাইনবাবগঞ্জে এখন পর্যন্ত কোন আক্রান্ত রোগি পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৪-২০