সাধারণ নাগরিকের বাইরে নির্মাণ শ্রমিক ও মটর মেকানিক শ্রমিকদের মাঝে গ্রামীণ ট্রাভেলসে ত্রাণ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ টি ওয়ার্ডের বিপুল পরিমাণ নিম্ন আয়ের সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন পেশাজীবিদের মাঝে গ্রামীণ ট্রাভেলসের চেয়ারম্যান মোখলেসুর রহমানের খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরূপনগরে নির্মাণ শ্রমিক ও মটর মেকানিক শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
গ্রামীণ ট্রাভেলসের গ্যারেজে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, গ্রামীণ ট্রাভেলসের চেয়ারম্যান মোখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান রুহুল আমীন, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, মেসার্স জোসনারা অটো রাইস মিলের পরিচালক মাসুদ করিম, গ্রামীণ ট্রাভেলসের ম্যানিজিং ডিরেক্টও রাকিব উদ্দীন, জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান ছানা, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল জলিল।
নির্মাণ শ্রমিক ও মটর মেকানিক শ্রমিক মিলিয়ে প্রায় ৫ শ জনকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এদিকে,
সকালে পৌর এলাকার ৬নং ওয়ার্ডের কর্মহীন ৬ শ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন গ্রামীণ ট্রাভেলস্ এর চেয়ারম্যান মোখলেসুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক।
গ্রামীণ ট্রাভেলস্ এর চেয়ারম্যান মোখলেসুর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কর্মহীন মানুষ বিশেষ করে রিকশা চালক, ভ্যান চালক, দর্জি, সেলুন, ট্রাক ড্রাইভার, দৈনিক খেটে খাওয়া শ্রমজীবী মানুষসহ ১৫টি ওয়ার্ডের সাধারণ খেটে খাওয়া নারী পুরুষদের মাঝে প্রায় ১৫ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৪-২০