৬৮৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা

করোনা পরিস্থিতিতে আয় কমে যাওয়া মানুষদের মাঝে শিশু খাদ্যসহ শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করেছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার। বৃস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চত্বরে  ত্রাণ বিতরণ করেন পৌরসভার মেয়র নজরুল ইসলাম।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কাউন্সিলর জিয়াউর রহমান আরমান,আব্দুল বারেক,এনামুল হকসহ সংশ্লিষ্টরা।
করেনা ভাইরাস মোকাবিলায় মানবিক সহাযতা কর্মসূচীর অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে পাওয়া ২ লক্ষ ৬৫ হাজার টাকায় (জিআর ক্যাশ ও শিশু খাদ্য ক্রয় বাবদ ক্যাশ) এসব ত্রাণ বিতরণ করা হয়।  চাঁপাইনবাবগঞ্জ  পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৬৮৫টি পরিবারের মাঝে ৩ কেজি আটা, ২কেজি আলু, ১ কেজি ছোলাবুট, ১ লিটার তেল, আধা কেজি সুজি, ২৫ গ্রাম করে গুড়ো ধুধের ও মুড়ি প্রদান করা হয়। 
এদিকে সকালে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা গ্রামে ১০টি বেদে পরিবারের মাঝে  বেসরকারী সহায়তার ১ লিটার তেল,৩ কেজি চাল, আধা কেজি ডাল,১ কেজি আলু, ২ কেজি করে আটা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন। পরিবারগুলো জীবনের তাগিদে নাটোরের সিংড়া থেকে চাঁপাইনবাবগঞ্জ এসে করোনা সংকটে আটকা পড়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৪-২০