নিষেধাজ্ঞা অমান্য করায় চাঁপাইনবাবগঞ্জ শহরের সেহালা কলোনীর দু’ দোকানে জরিমানা

করোনা পরিস্থিতি মোকাবেলায় মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে প্রশাসনের নিয়োমিত তৎপরতার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেনের নেতৃত্বে একটি টিম সন্ধ্যায় সেহালা কলোনীতে অভিযান চালায়। এসময় দোকান খোলা রাখা ও লোক সমাগম করার অপরাধে দোকানদার সোহেল রানা ও কাউসারকে ভ্রামমাণ আদালতের ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে সোহেল রানাকে ৬ হাজার ও কাউসারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন জানান, করোনা ভাইরাস মোকাবেলায় মানুষকে ঘরে রাখতে নিয়মিত অভিযান পরিচালিত হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ১৪-০৪-২০