শিবগঞ্জে বজ্রপাতে ১ জন নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে মুনিব নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় মুনিবের পিতা-মাতাও আহত হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আলম শাহ জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলা দুর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের একটি আমবাগানে ঝড় বৃষ্টির সময় পাতা কুড়াচ্ছিল মুনিব ও তার পিতা মাতা। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায় মুনিব। আহত হয় মুনিবের পিতা জামরুল ইসলাম ও মা মুক্তারা বেগম। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এদিকে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, নিহতের মরদেহ দাফন ও আহতদের চিকিৎসায় আর্থিক অনুদান দেয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-০৪-২০

,