চাঁপাইনবাবগঞ্জে প্রথম করোনা সনাক্ত রোগীকে খাদ্য সহায়তা প্রদান

চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মত করোনা ভাইরাসে আক্রান্ত পৌরসভা চরমোহনপুর এলাকার বাসিন্দা ও নারায়ণগঞ্জ জজকোর্টের কর্মচারীকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের তরুন উদ্যোক্তা এবং মধুমতি বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা ওই করোনা রোগীর খোঁজ খবর নিয়ে তার চাহিদামত খাবারের তালিকা মোতাবেক খাদ্য সহায়তা প্রদান করেছেন।
বিকেলে চরমোহনপুর গ্রামের বাড়ীর সামনে গিয়ে ডালি ভর্তি  খাবার দিয়ে আসেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুমতি বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা তারেক রহমান। 
এসময় মাসুদ রানা ফোনে রোগীর সঙ্গে কথা বলে সাহস যোগান এবং চাহিদামত আরও প্রয়োজনীয় খাবার সামগ্রী দেয়ার আশ্বাস দেন। খাবারের ডালিতে দেয়া হয়, আপেল, কিসমিস, মাল্টা, কমলা, খেজুর, হাঁসের ডিম, বিস্কুট ও হ্যান্ড স্যানিটারিজ সামগ্রী। এর আগেও মাসুদ রানা করোনা পরিস্থিতি মোকাবেলায় চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণসহ বিভিন্ন সহায়তা প্রদান করেছেন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩১-০৪-২০