মাস্ক ছাড়া বাইরে বের হবার অপরাধে রোদে দাঁড় করিয়ে শাস্তি ও জরিমানা

করোনা পরিস্থিতির মাঝে সরকারের ‘ঘরে ফেরা’ কর্মসুচির মাঝে মাস্ক ছাড়া ঘরের বাইরে চলাচল করায় ১০ জনকে জরিমানা করা হয়েছে।
শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুরাতন বাজারে সকালের দিকে সেনাবাহিনী রাস্তায় অবস্থান নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মাস্ক না পরার অপরাধে ১০ জনকে ১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়াও শাস্তিস্বরুপ অনেকজনকে রোদের মাঝে দাঁড় করিয়ে রাখা হয় এবং পরবর্তীতে বাইরে বের হলে মাস্ক পরে বের হবার শর্তে ছেড়ে দেয়া হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ১০জনকে অর্থদন্ড প্রদান করেন। এ সময় করোনা ভাইরাস থেকে নিজেকে বাঁচাতে এবং মানুষকে বাঁচাতে সকলকে নিয়ম মেনে চলার জন্যও আহবান জানানো হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৪-২০