গ্রামে গ্রামে চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী

চাঁপাইনবাবগঞ্জে বাড়ি থেকে বের হওয়ার নিষেধজ্ঞার মধ্যে গ্রামে গ্রামে গিয়ে চিকিৎসাসেবা ও ওষুধ পৌঁছে দিতে কাজ শুরু করেছে সেনাবাহিনী। শনিবার সদর উপজেলার বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্প বসিয়ে চিকিৎসা সেবা দেয়া হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা সতর্ককতার কারণে সরকারের চলমান নিষেধাজ্ঞায় বাড়ি থেকে বের হতে পারছেন না সাধারণ মানুষ। এ অবস্থায় সাধারণ মানুষ যাতে চিকিৎসাবঞ্চিত না হোন, সে জন্য বাড়ির কাছেই চিকিৎসা সেবা ও ওষুধ পৌছে দেয়ার এই উদ্যোগ নেয়া হয়েছে। একজন বিশেষজ্ঞ চিকিৎসক সেনাবাহিনীর মেডিকেল ভ্যানে ঘুরে ঘুরে চিকিৎসা সেবা দিচ্ছেন।  দুপুরের পর থেকে বারোঘরিয়া, গোহলাবাড়ির এলাকার অর্ধশতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়। এ সময় করোনা সংক্রমন ঠেকাতে করনীয় সম্পর্কে প্রচারণ চালানো হয় এবং হাত ধোয়ার জন্য সাবান বিতরণ করা হয়। সেনাবাহিনীর এই উদ্যোগ চলমান থাকবে বলেও জানানো হয়।
এদিকে সেনাবাহিনীর এমন উদ্যোগে সন্তুষ্টির কথা জানিয়ে বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন গ্রামবাসী।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৪-২০