কর্মহীন ও হতদরিদ্র মানুষদের মাঝে এরফান গ্রুপের খাদ্য সামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি ও এরফান গ্রুপের চেয়ারম্যান এরফান আলী বুধবার শহরের কল্যাণপুর এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এসময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি. জেলা প্রশাসক এজেডএম নূরুল হক, সদর মডেল থানার ওসি জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসির স্বামী ও বৈজ্ঞানিক কর্মকর্তা সাইফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সভাপতি খাইরুল ইসলাম জেম, সাধারণ সম্পাদক নাসরুম মিন্নাল্লাহ বাচ্ছু, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক এম কোরাইশি মিলু, ব্যবসায়ী হায়দার আলী। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওর্য়াডে মোট সাড়ে ৪ হাজার পরিবারকে খাদ্য দেয়া হচ্ছে। পৌরসভার ১৫টি ওয়ার্ডে এরফান গ্রুপের নিজস্ব পরিবহনের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডের কর্মহীন মানুষের বাসায় খাদ্য সামগ্রী পৌছানোর ব্যবস্থা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রদিবেদক/ ০১-০৪-২০
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রদিবেদক/ ০১-০৪-২০