মহান স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা
২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথভাবে উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। দিবসের কর্মসূচী তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ জামান। উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে ই খুদা, মনিম উদ দৌলা চৌধুরী, রোকসানা আহমদ, অধ্যক্ষ অব. সাইদুর রহমানসহ অন্যরা। সভায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথভাবে উদযাপনে প্রয়োজনীয় সকল কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০৩-২০
সভায় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০৩-২০