কাঁচা আম সংগ্রহোত্তর পরিচর্যা ও প্রক্রিয়াজাতকরণ শীর্ষক কৃষক কৃষাণী প্রশিক্ষণ

কাঁচা আম সংগ্রহোত্তর পরিচর্যা ও প্রক্রিয়াজাতকরণ শীর্ষক কৃষক কৃষাণী প্রশিক্ষণ সোমবার চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। সকালে চাঁপাইনবাবগঞ্জের উদ্যানতত্ব গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নূরুল হক।
আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জমির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মঞ্জুরুল হুদা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলাম ফেরদৌস চৌধুরী, জেলা কৃষি বিপনন কর্মকর্তা নুরু ইসলাম। গাজিপুর পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগ আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন কৃষক কৃষাণী অংশ নেন। এতে কাঁচা আম সংগ্রহ, পরিচর্যা ও প্রক্রিয়াজতকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০৩-২০