করোনা প্রতিরোধ জেলা কমিটির সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির এই সভা হয়।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব সিভিল সার্জান ডা. জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ জামান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন।
সভায় জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জে এ পর্যন্ত ৩৬৬ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এরমধ্যে ৪০ জন ভারতীয় ও ২ জন নেপালী নাগরিক রয়েছেন। বাকীদের সিংহভাগই ভারত থেকে দেশে ফিরে এসেছেন। ক’জন ইতালি ফেরতও রয়েছেন। সভায় জানানো হয়, হোম কোয়ারেন্টিনে থাকারা নির্দেশনা মানছেন কিনা তা কঠোরভাবে নজরদারি করা হচ্ছে। নির্দেশনা অমান্য করলে তাদের আইনের আওতায় আনা হবে। এলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠ পর্যায়ে কাজ করছেন।
সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-০৩-২০