বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতামূলক প্রচারণার লক্ষ্যে প্রেস ব্রিফিং

নিরাপদ-সুশৃংখল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বুধবার চাঁপাইনবাবগঞ্জে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেসব্রিফিং-এ প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নূরুল হক।
সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেনে সভাপতিত্বে প্রেস ব্রিফিং অন্যানের মাঝে বক্তব্য রাখেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ সচিব সুষমা সুলতানা, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক একেএম তাজকির-উজ-জামান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী নাবিলা নুঝাত, অধ্যক্ষ ড. মোহা. এমরান হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান নজরুল  ইসলাম।
বৈদেশিক মুদ্রা দেশের উন্নয়ন অগ্রগতিতে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখে উল্লেখ করে ব্রিফিং-এ বক্তারা, দক্ষ ও প্রশিক্ষিত নাগরিকদের বিদেশ গমনের আহবান জানান। পাশাপাশি প্রতারণা এড়াতে নিরাপদ-সুশৃংখল অভিবাসনের লক্ষে জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৩-২০