বালিকাদের কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী

গ্রাম বাংলার জনপ্রিয় খেলা ঐতিহ্যবাহী কাবাডি প্রতিযোগিতা আজ চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। সকালে চাঁপাইনাববগঞ্জ শহরের জেলা আদর্শ স্কুল মাঠে অনুষ্ঠিত প্রতিয়োগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নূরুল হক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আকতারুজ্জামান রেজা তালুকদার, জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম ও পৌর কাউন্সিলর আব্দুল বারেক।
প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২ জন করে মোট ৬০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। মুজিববর্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কর্মসুচির আওতায় বালিকাদের উৎসাহিত করতে এই প্রতিযোগিতা শুধুমাত্র বালিকাদের নিয়ে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১৯ পয়েন্ট নিয়ে জেলা আদর্শ স্কুল চ্যাম্পিয়ন ও স্বরূপনগর শহীদ মোহর আলী উচ্চ বিদ্যালয় রানর আপ হয়। পরে জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান তালুকদার রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণার্থী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৫-০২-২০