ফাল্গুনের প্রথম সপ্তাহেও আশানরূপ মুকুল আসেনি আমগাছে

আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে ফাল্গুনের প্রথম সপ্তাহেও আশানরূপ মুকুলের দেখা মেলেনি। গেল মাঘ মাসে প্রচন্ড ঠান্ডা ও কুয়াশার কারণে এবছর আমের গাছে গাছে মুকুল আসতে বিলম্ব হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলার ৩১ হাজার ৮২০ হেক্টর আমবাগানে এখন পর্যন্ত মুখুল এসেছে মাত্র ২০ থেকে ২৫ ভাগ। অনেক গাছে এখনও মুকুল আসেনি। অথচ অন্যান্য বছর মধ্য মাঘেই ব্যাপকভাবে মুকুলায়িত হয় চাঁপাইনবাবগঞ্জের আম বাগান। বিরূপ আবহাওয়ায় মুকুল আসতে দেরী হলেও চাঁপাইনবাবগঞ্জের চাষিরা বাগান পরিচর্যায় ব্যাস্ত সময় পার করছেন। গাছে গাছে স্প্রে করাসহ অন্যান্য পরিচর্যার কাজ চলছে পুরোদমে। মধ্য ফাল্গুনের মধ্যে মুকুল না আসলে এবছর ফলন বিপর্যয়ের আশংকা করছেন চাষিরা।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মঞ্জুরুল হুদা জানান, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে যথেষ্ট পরিমাণ মুকুলের দেখা মিলবে। পাশাপাশি দেরীতে মুকুল আসলে দেরীতে ফলন পাওয়া যাবে। এতে বাজার দরের দিক থেকে চাষিরা লাভবান হবেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০২-২০