রোকনপুর সীমান্তে শীতার্থ দুঃস্থ মানুষের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে বিজিবি’র উদ্যোগে বৃহস্পতিবার কম্বল বিতরণ করা হয়েছে। বিকেলে ১৬ বিজিবি’র নওগাঁ ব্যাটাালিয়নের অধিনস্থ রোকনপুর সীমান্ত ফাঁড়ির সামনে এই কম্বল বিতরণ করা হয়।
বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল তুহিল মোহাম্মদ মাসুদ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বিজিবি’র ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একেএম আরিফুল ইসলাম।
অনুষ্ঠিত রোকনপুর সীমান্ত এলাকার ১০০ জন প্রতিবন্ধি ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০১-২০

,