অস্ত্র ও মাদক মামলায় ২ জনকে ২২ বছর করে কারাদন্ড
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও মাদক মামলায় ২ জনকে প্রত্যেককে ২২ বছর সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক শওকাত আলী এই রায় প্রদান করেন।
অতিরিক্ত সরকারি কৌশুলী আঞ্জুমান আরা জানান, ২০১৩ সালের ২৩ এপ্রিল শিবগঞ্জের কয়লাবাড়ি ট্রাক টার্মিনালে পুলিশ অভিযান চালিয়ে একটি ট্রাকের পাটাতনের নিচ থেকে ৪টি পিস্তল, ৮টি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি ও ৭৩১ বোতল ফেন্সিডিলসহ রাজশাহী মহানগরীর চরকাজলা মহল্লার মোহাম্মদ মাসুদ (৩৬) ও চারঘাট উপজেলার সিংগল গ্রামের মোস্তফা কামাল (৩২) কে আটক করে। এ ঘটনায় শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক গোলাম রসুল বাদি হয়ে ৭ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
এামলার দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত মাসুদ ও মোস্তফা কামালকে ২২ বছর করে কারাদন্ড প্রদান করেন এবং বাকিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০১-২০
বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক শওকাত আলী এই রায় প্রদান করেন।
অতিরিক্ত সরকারি কৌশুলী আঞ্জুমান আরা জানান, ২০১৩ সালের ২৩ এপ্রিল শিবগঞ্জের কয়লাবাড়ি ট্রাক টার্মিনালে পুলিশ অভিযান চালিয়ে একটি ট্রাকের পাটাতনের নিচ থেকে ৪টি পিস্তল, ৮টি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি ও ৭৩১ বোতল ফেন্সিডিলসহ রাজশাহী মহানগরীর চরকাজলা মহল্লার মোহাম্মদ মাসুদ (৩৬) ও চারঘাট উপজেলার সিংগল গ্রামের মোস্তফা কামাল (৩২) কে আটক করে। এ ঘটনায় শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক গোলাম রসুল বাদি হয়ে ৭ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
এামলার দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত মাসুদ ও মোস্তফা কামালকে ২২ বছর করে কারাদন্ড প্রদান করেন এবং বাকিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০১-২০